মনের মধ্যে প্রতিটা মহুর্তে কিছু না কিছু কথা ভেসে ওঠে।কল্পনা বিলাসী মানুষ হয়তো কল্পনায় ভেসে থাকতে বেশি ভালোবাসে,আমি খুব সাধারণ একজন গৃহবধূ।গল্পের টানে ছুটে এসেছিলাম এখানে,প্রতিলিপির হাজার হাজার লেখকের গল্প মন ভালো করার ওষুধ,ইচ্ছে হলো একদিন আমিও লিখি।পাঠক হয়ে এসেছিলাম।প্ৰতলিপি আমাকে লেখার সুযোগ দিয়েছে।দিয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ।তাই আমিও চেস্টা করে চলেছি প্রতিনিয়ত নিজেকে নতুন ভাবে মেলে ধরতে,নিজের সব টুকু উজাড় করে কাল্পনিক চরিত্র গুলোর প্রাণ প্রতিষ্ঠা করতে,পাঠকের ভালোবাসায় এগিয়ে চলেছি একটু একটু করে।বর্তমানে এটি নেশা থেকে পেশায় ও পরিনত হয়েছে আমি কৃতজ্ঞ প্ৰতলিপির সমস্ত টিম মেম্বার এবং আমার পাঠক বৃন্দের কাছে যাদের সহযোগিতায় আমি নতুন স্বপ্নে বাঁচার পথ পেয়েছি।পাশে থাকলে ভবিষ্যতে আমিও চেষ্টা করবো ভালো গল্প উপহার দেওয়ার।আমার প্রোফাইলে আসার জন্য সকলকে অজস্র ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই।বর্তমানে চলমান ধারাবাহিক
১.আধ বুড়ো কার্তিক
২.লুকোচুরি
৩.অর্ধাঙ্গিনী
৪.বনমালী তুমি পর জনমে হই ও রাধা
৫.জমিদার বাড়ির অন্তর রহস্য।
পড়ে ভালো লাগলে মন্তব্য করে উৎসাহিত করবেন যাতে আমিও খানিকটা সাহস পেতে পারি🌷🌷🌷🌼🌼🌷🌷🌷🌷
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়