পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও খুব অল্প বয়স থেকেই লেখার শখ। ক্লাস নাইনে থাকতে প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক বসুমতী সংবাদপত্রে। তারপর থেকে প্রায় প্রতি মাসেই উক্ত সংবাদপত্রে কোনও না কোনও লেখা বেড়িয়েছে। মাধ্যমিকের পর থেকে লেখায় আংশিক বিরতি। লেখালেখি কমে গেলেও কখনো বন্ধ হয়নি। বিয়ের পর থেকে স্ত্রীর অনুপ্রেরনায় লেখায় আরও মনোনিবেশ শুরু হয়। প্রতিলিপির মঞ্চের সাথে ২০১৬ সাল থেকে যুক্ত। সব ধরনের গল্প লিখতে পছন্দ করলেও ভৌতিকগল্পের প্রতি আলাদা টান অনুভব করি।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়