এ এক বুড়ো মানুষের কথা। না, বয়েসের দিকে নয়, মন তাকে বুড়ো করেছে অসময়ে। সময়ের চাকায় ঘুরতে ঘুরতে হঠাৎ এক অমোঘ সত্যকে আবিষ্কারের গল্প। বিজ্ঞান ও প্রযুক্তির হাতে পিষতে পিষতে আমাদের হারিয়ে যাওয়ার গল্প।
পেশায় ওয়েবসাইট ডিজাইনার ও ডেভালপার। নেশায় বই পড়া ও একটু লেখালেখি করার চেষ্টা করা। লেখক কম পাঠকই বেশী। জন্ম 1975 সালে হুগলী জেলার চুঁচুঁড়ায়। স্কুলের বার্ষীক পত্রিকায় হাতেখড়ি লেখালেখির। কলেজে হাত পাকানোর বৃথা চেষ্টা। তারপর মাঝে অনেকটা বিরতি। আবার নতুন করে ফিরতে চেষ্টা পুরানো নেশার টানে। বাকিটা সময় বলবে।
সারাংশ লিখুন
পেশায় ওয়েবসাইট ডিজাইনার ও ডেভালপার। নেশায় বই পড়া ও একটু লেখালেখি করার চেষ্টা করা। লেখক কম পাঠকই বেশী। জন্ম 1975 সালে হুগলী জেলার চুঁচুঁড়ায়। স্কুলের বার্ষীক পত্রিকায় হাতেখড়ি লেখালেখির। কলেজে হাত পাকানোর বৃথা চেষ্টা। তারপর মাঝে অনেকটা বিরতি। আবার নতুন করে ফিরতে চেষ্টা পুরানো নেশার টানে। বাকিটা সময় বলবে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়