দীর্ঘ ২০ বছর (Indian Army) তে চাকরি করার পর, এখন অবসরপ্রাপ্ত। বর্তমানে আমি ট্যাক্স এডভাইজার (Tax advisor) হিসাবে কাজ করি। আমার একটি কোম্পানি আছে, যার নাম "ট্যাক্স এডভাইজারি সেন্টার (Tax Advisory Centre)"
এখানে Income Tax Return, GST filing এবং PF ও ESI নিয়ে কাজ করা হয়। যদি কোন বন্ধুর এই সব কাজের জন্য, কোন দিন প্রয়োজন হয় তাহলে গুগলে গিয়ে টাইপ করুন "ট্যাক্স এডভাইজারি সেন্টার" আমার সমস্ত তথ্য পেয়ে যাবেন।
নবম শ্রেণি থেকে লেখার প্রতি একটু ঝুঁকি ছিল। কিন্তু কর্মজীবনের ব্যস্ততার মধ্যে তা কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এখন বাড়ির সকলের উৎসাহে, পুনরায় কাগজ ও কলম হাতে তুলে নিলাম। জানি না সবাই কে কতটা আনন্দ দিতে পারবো।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়