আমি পেশায় সরকারি কর্মচারী। বিজ্ঞান নিয়ে পড়াশোনা। সাহিত্য পাঠ আমার বহুদিনের অভ্যাস। ছোটবেলায় বেশি বই কিনে পড়া সম্ভব হতো না। নিজের পায়ে দারিয়ে বই কেনা শুরু করি।
গল্প লেখা আমার বহুদিনের ইচ্ছা। কিন্তু কোনদিন লেখা হয়ে ওঠেনি। ২০১৯ সালে প্রতিলিপিতে গল্প পড়া শুরু করি। সেখানে দেখি যে বহু লেখক নিজের লেখা অসংখ্য পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে আমার মনের সুপ্ত বাসনা পুনরায় জেগে ওঠে। ২০২০ সালে লকডাউন শুরু হলে আমার হাতে অনেকটা সময় চলে আসে। আমি লেখা শুরু করি। আমার লেখা পড়ে অনেক পাঠকের ভালো লাগে তারা রিভিউ দেয়, যার ফলে আমি লেখায় আরো উৎসাহ পাই। আমার ইচ্ছা যতদিন পারবো পাঠকের মন জয় করে যাবো।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়