জন্ম, স্কুল-কলেজ, কর্মজীবন মূলতঃ কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি.। পরবর্তী কালে ভারত সরকারের পক্ষ থেকে ইয়ং-সাইন্টিস্ট আয়্যার্ড পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়’এ বৈজ্ঞানিক হিসেবে নিযুক্ত।
ছোটোবেলায় ‘সন্দেশ’ পত্রিকায় ছড়া, ছবি, গল্প ইত্যাদি দিয়ে লেখক জীবন শুরু। মাঝের বহু বছরের বিরতির পর আবার লেখালিখিতে হাত পাকানো ও ফিরে আসা। গত কয়েক বছরে লেখা প্রকাশিত হয়েছে রংছুট, কালিমাটি, আমি অনন্যা, ইচ্ছামতী এবং পরবাস পত্রিকায়।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়