pratilipi-logo প্রতিলিপি
বাংলা

উত্তর মেলেনি

3.4
6836

এটা আমার দেশের বাড়ীর ঘটনা। আমার বয়েস তখন ১০ হয়নি। দেশও স্বাধীন হয়নি। এ কাহিনী বলতে গেলে আমাদের বাড়ীর একটু বর্ণনা দরকার। দুপাশে দুই শরিকের বিশাল দোতলার পর বিশাল খেলার মাঠ সদৃশ উঠোন । তারপর গোলাঘর ( ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
শ্রী মণিময় দত্ত

শ্রী মণিময় দত্ত, একজন প্রবীণ সাহিত্যিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, গল্প,উপন্যাসধর্মী গল্প ও উপন্যাস লিখে এসেছেন ও লিখছেন। ব্যক্তিজীবনে তিনি উচ্চশিক্ষিত ও সর্বভারতীয় সংস্থা এল ,আই, সি র পদস্থ আধিকারিক ( ডিভিশ্যনাল মেনেজার) ছিলেন। অবসরপ্রাপ্ত হয়ে বীমা সংক্রান্ত, ব্যাবস্থাপনা ও আর্থিক সংক্রান্ত বিষয়ের অধ্যাপনায় জড়িত রয়েছেন এবং ঐ সংক্রান্ত বই লিখেছেন ও প্রকাশিত হয়েছে এবং বাজারে চলছে। একই সাথে তার সাহিত্য সংক্রান্ত বইও প্রকাশিত হয়। গল্প,কবিতা, রম্যরচনা, প্রবন্ধ এবং উপন্যাস সাহিত্যের সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ অব্যাহত। তার প্রকাশিত ও যন্ত্রস্থ বইঃ১) বিদেশ ও বিদেশিনী(উপন্যাস) ২) স্বদেশ ও বিদেশিনী (উপন্যাস) ৩) শুরু থেকে শেষ (উপন্যাস) ৪)এপার বাংলা ওপার বাংলা (উপন্যাস)৫) বিচিত্রা ( কবিতা সঙ্কলন) ৬) অসময়ের ফুল (উপন্যাস - যন্ত্রস্থও) ৭) গল্প সংগ্রহ (যন্ত্রস্থ)। তিনি নিয়মিত গল্প কবিতা উপন্যাস লিখেই চলেছেন।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    21 সেপ্টেম্বর 2017
    ekdom e valo laglo Na.
  • author
    Pallavi Sharma "Pal"
    08 জুলাই 2017
    লেখাটা ঠিক জমল না, কৃত্রিম মনে হলো।
  • author
    Bishwajit Saha "bishwajit"
    21 জানুয়ারী 2020
    ভাল বর্ননা। প্রথম ও তৃতীয় ঘটনা, আমি হিস্টেরিয়া বলেই মনে করি।যদি সামনাসামনি আপনজন এর হলে প্লাস ওঝার আচরনে পাজলড হয়ে সঠিক সিন্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।দু:র্ভাগ্যবসত বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির যুগেও খুব সহজ চিকিৎসা ব্যবস্থা থাকিলেও আপনজনের গাফিলতি বা সমাজে প্রচার হয়ে যাবার অহেতুক ভয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে আগ্রহী হয় না,ফলে আশেপাশে র বিশেষ করে রোগীর ঘরের লোকদের জীবন দুর্বিষহ করে তোলে।অথচ সামান্য ঔষধ এবং কাউন্সিল ই রোগী ভাল থাকতে পারে।আরো বড় দু:র্ভাগ্য এই রোগী বিশেষ কোন একজনের প্রতি এত বিশ্বাস রাখে যে, এর সহযোগীতা ছাড়া বিশেষজ্ঞের পরামর্শ নিতে চায় না।রোগীর ঐ বিস্বাসী লোকটি একান্তই মুর্খ অথবা নিজের স্বার্থে রোগীকে ব্যবহার করে। দ্বিতীয়, প্ল্যানচেট -এর উপর বিশ্বাসী গন নিজের মত প্রচার করতে অনেক কিছুই জোর গলায় বলেন।এটাও একটা বুজরুকি, যুক্তিপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। আমাদের জ্ঞান এর পরিধির সীমাবদ্ধতা র কারনে আজও অনেক রহস্য উন্মোচিত হয়নি,।আশা তো করতে পারি ভবিষ্যৎ এ সব রহস্যই আমাদের পরবর্তী প্রজন্ম উন্মোচন করবে। ভাল থাকবেন
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    21 সেপ্টেম্বর 2017
    ekdom e valo laglo Na.
  • author
    Pallavi Sharma "Pal"
    08 জুলাই 2017
    লেখাটা ঠিক জমল না, কৃত্রিম মনে হলো।
  • author
    Bishwajit Saha "bishwajit"
    21 জানুয়ারী 2020
    ভাল বর্ননা। প্রথম ও তৃতীয় ঘটনা, আমি হিস্টেরিয়া বলেই মনে করি।যদি সামনাসামনি আপনজন এর হলে প্লাস ওঝার আচরনে পাজলড হয়ে সঠিক সিন্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।দু:র্ভাগ্যবসত বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির যুগেও খুব সহজ চিকিৎসা ব্যবস্থা থাকিলেও আপনজনের গাফিলতি বা সমাজে প্রচার হয়ে যাবার অহেতুক ভয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে আগ্রহী হয় না,ফলে আশেপাশে র বিশেষ করে রোগীর ঘরের লোকদের জীবন দুর্বিষহ করে তোলে।অথচ সামান্য ঔষধ এবং কাউন্সিল ই রোগী ভাল থাকতে পারে।আরো বড় দু:র্ভাগ্য এই রোগী বিশেষ কোন একজনের প্রতি এত বিশ্বাস রাখে যে, এর সহযোগীতা ছাড়া বিশেষজ্ঞের পরামর্শ নিতে চায় না।রোগীর ঐ বিস্বাসী লোকটি একান্তই মুর্খ অথবা নিজের স্বার্থে রোগীকে ব্যবহার করে। দ্বিতীয়, প্ল্যানচেট -এর উপর বিশ্বাসী গন নিজের মত প্রচার করতে অনেক কিছুই জোর গলায় বলেন।এটাও একটা বুজরুকি, যুক্তিপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। আমাদের জ্ঞান এর পরিধির সীমাবদ্ধতা র কারনে আজও অনেক রহস্য উন্মোচিত হয়নি,।আশা তো করতে পারি ভবিষ্যৎ এ সব রহস্যই আমাদের পরবর্তী প্রজন্ম উন্মোচন করবে। ভাল থাকবেন