"জন্মিলে মরিতে হবে। অমর কে কোথা কবে?" নমস্কার বন্ধুরা। আমি সূর্য্যেন্দু গায়েন। ওরফে, কলমের বন্ধু। প্রথমেই প্রতিলিপিকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর প্লাটফর্ম লেখক-লেখিকা বা পাঠক পাঠিকার উদ্দেশ্যে সমর্পণ করবার জন্য। আগে লিখতাম ডাইরির পাতায়। এখন লিখি প্রতিলিপির পাতায়।
প্রতিলিপি প্রায়শঃ প্রতিযোগিতা নিয়ে আসে। আমিও প্রতিযোগিতায় কলম ধরি। আমার কয়েকটা লেখা পাঠক-পাঠিকা ও প্রতিলিপি টিমের দ্বারা বিশেষ স্থান প্রাপ্ত। সেই লেখাগুলোর নামোল্লেখ না করলে নয়। পুরষ্কার প্রাপ্ত ও বিশেষ স্থানে থাকা গল্পগুলো হলো-"🌹আঁশ পেত্নীর কীর্তি,🌹গল্পদাদুর আসর,🌹লেটনাইট ড্রাইভে,🌹নিশুতি রাতের বন্ধু,🌹 রহস্য গন্ধ, 🌹বুদ্ধির পরিচয়, 🌹দরিদ্র ধনকুবের, 🌹লাস্য সাম্রাজ্য,🌹 ফাঁদ ও 🌹গোধূলিবেলা। এই লেখাগুলো আমার প্রোফাইলের বিভিন্ন ফোল্ডারে রয়েছে। কষ্ট করে খুঁজে পড়ে নিতে হবে।
এছাড়াও অনেক ধারাবাহিক, গল্পগুচ্ছ ও কবিতাগুচ্ছ রয়েছে, আশাকরি সেগুলো সকলের মনোগ্রাহী হবে।
কিছু তথ্য নীচে দিচ্ছি।
✒️বধুবরণ (ধারাবাহিক)
✒️প্রতিশোধের প্রেম (ধারাবাহিক)
✒️অসুখী সম্পর্ক (ধারাবাহিক)
✒️শুধুই প্রেম (গল্পগুচ্ছ)
✒️প্রেমের তৃষ্ণা (ধারাবাহিক)🔯 প্রিমিয়াম
✒️বধুবরণ (সিজন -২) (ধারাবাহিক)
✒️গল্পমালা (গল্পগুচ্ছ)
✒️বাংলো রহস্য (ধারাবাহিক)
✒️নীলাঞ্জনার নীল নকশা (ধারাবাহিক)
✒️গল্পের খনি (গল্পগুচ্ছ)🔯 প্রিমিয়াম
✒️অন্ধবিচার (ধারাবাহিক)🔯 প্রিমিয়াম
✒️বিসর্জন (ধারাবাহিক)
✒️বনভোজন (ধারাবাহিক)
✒️দরদী বাবু (ধারাবাহিক)
✒️কেবিন ক্রু (ধারাবাহিক)
✒️ভূতের দরবার (গল্পগুচ্ছ)
✒️প্রাক্তন প্রেমিকা (ধারাবাহিক)
✒️লালবাড়ির সূর্যমুখী (ধারাবাহিক)
✒️ফাঁদ (ধারাবাহিক)
✒️গল্পের কোলাকুলি (গল্পগুচ্ছ)
✒️পুজোর ছুটি (গল্পগুচ্ছ)
এছাড়া ও অনেক ছোটো বড়ো গল্প রয়েছে। প্রোফাইলে চোখ রেখে পড়তে পারেন।
চলমান ধারাবাহিক: ✒️ বউ নয়! ✒️কালো কলি ✒️ভুলোনা প্রিয়।(সেরা কলমকার এওয়ার্ড-০২)
কবিতাগুচ্ছ: ✒️কালের কবিতা ✒️ শেষ ইচ্ছে ✒️কবিতা কথা
নিজের কণ্ঠে পাঠ করা কয়েকটা ওডিও ফাইল: ✒️ভোরের সকাল ✒️কালি ডোম ✒️মহামারী ✒️আমন্ত্রণ
জন্ম: মেদিনীপুরে (মার্চ)
কর্ম: কলকাতায়
পড়াশুনা: স্নাতক
নেশা: লেখা নিয়ে পড়ে থাকি।
বিনোদন: নিউজ চ্যানেল।
ভালোলাগা: গ্রামের চিরসবুজ বনানীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা।
নিজের ঢাক নিজে পিটিয়ে দিলাম।
কারুর যদি আমার লেখা ভালো না লাগে, তাহলে তাঁর প্রতি আমার পরামর্শ, আমার লেখা স্কিপ করুন বা আমার লেখা পড়া থেকে বিরত থাকুন। শুভাকাঙ্ক্ষী; গল্প ও কবিতাপ্রেমীদের স্বাগত। চোখ রাখবেন ও নিজের মনোভাব ব্যক্ত করতেই পারেন।
এখনো যদি ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে টুকুস করে ফলো বা সাবস্ক্রাইব করবেন।
উপমা-"লাথি মেরে কাঁঠাল পাকানো, মোটেই পছন্দ করি না।"
ছোট্ট অনুরোধ: আমার লেখা পড়ে যদি আপনাদের মনোগ্রাহী হয় তাহলে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, whatsapp, Facebook or Twitter এ শেয়ার করে।
আমার প্রোফাইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভবিষ্যতে নতুন নতুন গল্প ও ধারাবাহিকের স্বাদ সবার আগে পেতে বা প্রিমিয়ামে থাকা লেখাগুলো পড়ার সুযোগ আগে আপনি পাবেন। তাহলে দেরি কিসের, গল্পপ্রেমীদের বলবো; আজই সাবস্ক্রাইব করুন।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়