বিজয়িনী সাড়ে ছ’টা বাজতে আর ঠিক দু’মিনিট বাকি। রবীন্দ্র সদনের বিপরীতে অপেক্ষারত অঙ্গনা ব্যস্তভাবে ঘড়ির দিকে তাকাচ্ছে প্রায় প্রতি মিনিটেই। যার আসার কথা ছিল সে এখনো এল না কেন? সন্ধ্যে ছ’টায় সময় দিয়ে কেউ ...
বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে এম বি বি এস’এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্য আমার খুব প্রিয়। লিখতে আমি অত্যন্ত ভালবাসি, তবে জানি না আমার লেখাগুলি কতখানি পঠনীয় হয়। আজ প্রতিলিপিতে যোগদান করলাম, খুব ভালো লাগছে। ভবিষ্যতে বহু গল্প ও কবিতা শেয়ার করার ইচ্ছে রইলো।
সারাংশ লিখুন
<p> বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে এম বি বি এস’এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্য আমার খুব প্রিয়। লিখতে আমি অত্যন্ত ভালবাসি, তবে জানি না আমার লেখাগুলি কতখানি পঠনীয় হয়। আজ প্রতিলিপিতে যোগদান করলাম, খুব ভালো লাগছে। ভবিষ্যতে বহু গল্প ও কবিতা শেয়ার করার ইচ্ছে রইলো।</p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়