pratilipi-logo প্রতিলিপি
বাংলা

We Want Justice ছোট গল্প / বিচার চাই / সুচন্দ্রা বসু

5
12

ছোটগল্প বিচার চাই সুচন্দ্রা বসু --------------------------------------       গত ৯ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় কেবল ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
Suchandra Basu

ছোট গল্প প্রতিযোগিতা #রথের ভিড়ে #সুচন্দ্রা বসু #১৩.০৭.২১ রথের দিন বৃষ্টি হবেই।গোড়ালি ডোবানো কাদায় আর বৃষ্টিতে মাটির গন্ধ মেখে ইচ্ছা হয়েছিল রথ দেখতে যাওয়ার। যদিও রথটা রাস্তার মাঝখানে রাজার মতো দাঁড়িয়ে থাকে।তবুও এই দিনেই প্রভুর রথ যাত্রা দেখার সাধ।কিছুটা পথ বাসে গিয়ে এবার মাহেশের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি। মাহেশের রথ যাত্রা উপলক্ষ্যে বেলা দুটো থেকে শ্রীরামপুরে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল হলেই রথ বেরোবে। সেকালের সেই গ্রান্ড ট্যাঙ্ক রোডে যান চলাচল বন্ধ করে সেখানে রথ নামবে পথে। রাজাধিরাজ রথে বসে হাসেন। রথের উপর থেকে তীরের বেগে আসে পেয়ারা আপেল কলা বাতাসা-নকুলদানা। ভিড় ঠেলে প্রসাদ কুড়োতে লেগে যায় কাড়াকাড়ি। উৎসব শুরু থেকে একমাস ধরে মেলা বসে। স্নান পিঁড়ির মাঠে রথের মেলা। কাঁচের চুড়ি, প্লাস্টিকের খেলনা, মাটির পুতুল রান্নাঘরের সরঞ্জাম হজমি ফুচকা ঘুগনি জিলিপি- পাঁপড় এসব কিছু মেলে সেই মেলায়। এতো ভিড় আর ঠেলা ঠেলি লোকের ধাক্কায় আর হাঁটতে হচ্ছেনা আপনি যেন রথের সামনে এসে দাঁড়ালাম। সে দাঁড়ানোরও উপায় নেই। পুলিশের লাঠি বলছিল কেউ দাঁড়িয়ে ভিড় বাড়াবেন না,সামনে এগিয়ে যান। ভিড় ঠেলে শেষে মেলা প্রাঙ্গণে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা।সঙ্গে চার বছরের ছোট ছেলে। এবার সে বায়না ধরলো নাগোর দোলায় চড়বে, ম্যাজিক টয় কিনবে। নাগোর দোলায় চড়ে সে স্বস্তি পাচ্ছিল না।নিচে নামার সময় তার দম বন্ধ হয়ে আসছিল।সে করুণভাবে বলছিল থামাতে বল এবার। নাগোরদোলা থেকে নেবে গেলাম ম্যাজিক খেলনার দোকানে। ছেলের বাবা পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করতে গিয়ে দেখল টাকা ভ্যানিশ।কি সর্বনাশ। বাড়ি ফিরব কিভাবে।ফিরছি হেঁটে কিন্তু এতো পথ তো হেঁটে ফেরা অসম্ভব।সঙ্গে ছোট বাচ্ছা।কিছুদূর এগোতে না এগোতে স্বয়ং প্রভু যেন রথ নিয়ে এসে হাজির হলেন।সে বলল আমি নওগাঁ যাব আপনাকে আমি চিনি।আমরা তো তাকে কোনদিন দেখিওনি।শেষে ওই রিকশায় চেপে বাড়ি ফিরে নিশ্চিন্ত হলাম। মেলার ভীড়ে একদিকে পকেটমার অপরদিকে পূণ্যার্থীদের পূণ্য অর্জনের আকুতি। সে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল মেলার আনন্দ আর পকেটমারীর দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেছিল। মনে হয় এই তো সেদিনের কথা। আফসোস হচ্ছে মহামারীর প্রকোপে ৬২৫ বছরের মেলা এবার বন্ধ। ২৯৬

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Anjali Chakraborty
    27 অগাস্ট 2024
    অসম্ভব সুন্দর একটা আলোচনা। অরুণার ঘটনা আগে জানতাম না। তবে মরার পরে জেনেছিলাম। হয়তো তখন মিডিয়া এতো উন্নত ছিল না বলে তেমন ভাবে প্রচার পেয়ে ছিল না। আজকের ঘটনা প্রমাণ দিচ্ছে রাজ্যের নাম যাই ই হোক না কেন , প্রশাসন সব ক্ষেত্রেই এক রকম। পুলিশের ভূমিকা কেবলমাত্র উপরতলার লোকেদের তোষামোদ করে চলা। আর ধর্ষকরা তো অবশ্যই মানসিক বিকার গ্রস্থ। এদের স্থান সভ্য সমাজে না, অ্যাসাইলামে হওয়া উচিত।
  • author
    Susrusha Paik
    27 অগাস্ট 2024
    অরুণার ঘটনা জানতাম সু চন্দ্রা ।মৃত্যুর খবর পড়েছি।আর হেতাল পারেখ কে যে ধর্ষণ করেছিলো সে ছিল এক নেতার ছেলে।নিরপরাধ ধনঞ্জয় এর ফাঁসি হয়েছিলো।এবারে আবার একটা বেতো ঘোড়া কে সামনে আনা হয়েছে।জানি ভাই সব জানি।
  • author
    SHAILENDRA NATH BARMAN
    31 অগাস্ট 2024
    আপনার লেখা খুব সুন্দর হয়েছে। পড়ে খুব ভালো লাগল। আমারো কিছু লেখা হয়েছে। নারী রে তোর রাতের জীবন কবিতাটি পড়ে দেখার অনুরোধ রইল।
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Anjali Chakraborty
    27 অগাস্ট 2024
    অসম্ভব সুন্দর একটা আলোচনা। অরুণার ঘটনা আগে জানতাম না। তবে মরার পরে জেনেছিলাম। হয়তো তখন মিডিয়া এতো উন্নত ছিল না বলে তেমন ভাবে প্রচার পেয়ে ছিল না। আজকের ঘটনা প্রমাণ দিচ্ছে রাজ্যের নাম যাই ই হোক না কেন , প্রশাসন সব ক্ষেত্রেই এক রকম। পুলিশের ভূমিকা কেবলমাত্র উপরতলার লোকেদের তোষামোদ করে চলা। আর ধর্ষকরা তো অবশ্যই মানসিক বিকার গ্রস্থ। এদের স্থান সভ্য সমাজে না, অ্যাসাইলামে হওয়া উচিত।
  • author
    Susrusha Paik
    27 অগাস্ট 2024
    অরুণার ঘটনা জানতাম সু চন্দ্রা ।মৃত্যুর খবর পড়েছি।আর হেতাল পারেখ কে যে ধর্ষণ করেছিলো সে ছিল এক নেতার ছেলে।নিরপরাধ ধনঞ্জয় এর ফাঁসি হয়েছিলো।এবারে আবার একটা বেতো ঘোড়া কে সামনে আনা হয়েছে।জানি ভাই সব জানি।
  • author
    SHAILENDRA NATH BARMAN
    31 অগাস্ট 2024
    আপনার লেখা খুব সুন্দর হয়েছে। পড়ে খুব ভালো লাগল। আমারো কিছু লেখা হয়েছে। নারী রে তোর রাতের জীবন কবিতাটি পড়ে দেখার অনুরোধ রইল।