🌿 আমি কাজী নাসিরা খাতুন।
আমার শব্দেরা গল্প হয়ে ওঠে —
যেখানে হৃদয়ের কান্না, ভালোবাসা আর বাস্তবতা পাশাপাশি হাঁটে।
ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, সমাজের বাস্তবতা আর নারীর আত্মপ্রকাশ —
এইসবই আমার লেখার প্রেরণা।
নিঃশব্দ কথারা হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি।
আমি শব্দ দিয়ে অনুভব গড়ি।
আমার গল্পে থাকে চোখের জল,
স্মৃতির রং, আর প্রতিটি নারীর না-বলা কথা।
প্রতিটি শব্দেই একটা গল্প,
প্রতিটি গল্পেই একটা তুমি।
আমি শুধু লিখি না —
আমি হৃদয় দিয়ে অনুভব করি,
আর কলম দিয়ে ছুঁয়ে দিই জীবনের না-বলা অধ্যায়।
📖 আমার প্রতিটি লেখায় লুকিয়ে থাকে আমার–আপনার না-বলা গল্প।
❤️ যদি একটুও অনুভব করেন — অনুসরণ করে পাশে থাকতে পারেন।
দেখা হবে প্রতিটি লাইনে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়