pratilipi-logo প্রতিলিপি
বাংলা

কলমের উত্তরণ

5
81

আজ কোনো নতুন  বা পুরোনো চরিত্র নিয়ে গল্প নয়। আজ গল্প  হবে আমার আর প্রতিলিপির সম্পর্ক গড়ার । প্রতিলিপিতে অনেকের মতোই আমারো পাঠক হিসেবে আগমন।  মহামারীর সময়ে যখন সকলেই ঘরবন্সি অফুরন্ত সময়। তখন ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
লিপিকা দত্ত 💙

আমার স্বপ্নরা ডানা মেলে চায় উড়তে🐦🐦 তুমি থেকো সাথে মোর বাতাস হয়ে আমার কল্পনা ছুঁতে চায় আকাশ তুমি শুধু থেকো মেঘ হয়ে।☁️☁️ আমি খুবই সাধারন একজন। লকডাউনে ডিপ্রেশন ও সময় কাটাতে প্রথমে গল্পঃ পড়া ও ,তারপর লেখালেখি শুরু করি মনের কল্পনাগুলোকে। একাকিত্ব কাটাতে গল্প পড়তে খুব ভালোবাসি একেবারে গল্পপোকা । নতুন কিছু করার সব সময় চেষ্টা করতে থাকি। একটাই জীবন তাই জীবনকে খুব উপভোগ করি।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Abhisek Mondal
    27 অগাস্ট 2023
    আপনার প্রতিলিপির জার্নিটা খুব intersting।আমিও ছোটবেলায় গল্পের বই পড়তাম তখন ঐ পুজাবার্ষিক বেরোতে ওই গুলো কিনে পড়তাম।আনন্দমেলা আর শুকতারা কিন্তু ওইগুলো মাস্ট।এখন সেইসব দিন গুলোকে মিস করি খুব । lockdown এর সময় সবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সবাই। ওই সময় আপনার বাবা এরকম অসুস্থ হয়ে মারা গেছে শুনে খুব খারাপ লাগলো। সত্যি একটা ক্রিটিকাল সময় আমরা পার করে এলাম। এটা কিন্তু ঠিক সবাই ছুটি হলেও হাউস ওয়াইফদের ছুটি নেই সে মা হোক কিংবা বউ তাদের প্রতিদিন সকাল থেকে রাত অবধি খেটে যেতেই হয় এই সংসারের জন্য ।আপনি আপনার সংসার সামলে আমর ছোটো মেয়ের লেখা পড়া সামলে আমদের জন্য এত সুন্দর সুন্দর গল্প লেখেন তারজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত কাজের পরেও আমাদের জন্য এমন সুন্দর প্লট বার করে গল্প লেখেন তার জন্য আমরা খুব আপ্লুত। আপনার সব গল্পেই ভাল কিন্তু গাঁটছড়া আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়ছে ।আর অভয়া গল্পটা ছোট হলেও খুব হৃদয়স্পর্শী। প্রতিলিপি এরকম একটা প্ল্যাটফর্ম যে বেকার ছেলে মেয়েদের মুখে একটু আশার আলো যুগিয়েছে। অনেক ছেলেমেয়ে আছে, যারা স্টুডেন্ট কিন্তু তারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে অনেক সময় তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। প্রতিলিপি তাদেরকে তাদের স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়েছে। প্রতিলিপি থেকে যেটা উপর্জন হয় সেটা তারা নিজের প্রয়োজনে এবং পরিবারের প্রয়োজনে খরচ করতে পেরেছে ।নিজের প্রথম উপার্জনের অর্থ হাতে আসলে কতটা খুশি হয় সেটা সবই জানে। শেষে এটা কথা আপনি এইভাবে এগিয়ে যান এখন আর আগামীতে আমদের জন্য আরও আরও ভালো ভালো গল্প লিখুন ।আপনার প্রতিহিংসা গল্পটা অসম্পূর্ণ রয়ে গেছে ওটা কবে শেষ করবেন???
  • author
    Samir Sarkar "ভোলা মন"
    26 অগাস্ট 2023
    কমাস আগেই যখন বাবা অসুস্থ হলো.. রোগটার নাম শুনেই চমকে গেছিলাম। আস্তে আস্তে বুঝতে পারছিলাম বাবা মায়েরা ঠিক কতটা করেছে আমাদের বড়ো করার জন্য💗তারপর যখন কয়েক মাস বাইরে তখনই দিদুন মারা গেলেন... খুব কষ্ট হলো তাকে দেখতে পাইনি। তোমার ঐ বাবার শেষ সময় দেখতে না পারাটা তাই খুব উপলদ্ধি করলাম🙏🥺 প্রত্যেক মানুষ একদিন না একদিক জিতে যায় বলো🥰
  • author
    SOMA GHOSH
    26 অগাস্ট 2023
    তোমাকেও অসংখ্য শুভেচ্ছা লিপিকা৷ এভাবেই এগিয়ে চলো আরো উন্নতির পথে ৷ তোমার লেখনীর হাত খুব সুন্দর৷ আমরা অনেকটাই কাছাকাছি থাকি বলতে গেলে ৷ তবু এখনো আমাদের দেখা হয়নি ৷ কিন্তু ভবিষ্যতে অবশ্যই দেখা হবে আমাদের৷
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Abhisek Mondal
    27 অগাস্ট 2023
    আপনার প্রতিলিপির জার্নিটা খুব intersting।আমিও ছোটবেলায় গল্পের বই পড়তাম তখন ঐ পুজাবার্ষিক বেরোতে ওই গুলো কিনে পড়তাম।আনন্দমেলা আর শুকতারা কিন্তু ওইগুলো মাস্ট।এখন সেইসব দিন গুলোকে মিস করি খুব । lockdown এর সময় সবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সবাই। ওই সময় আপনার বাবা এরকম অসুস্থ হয়ে মারা গেছে শুনে খুব খারাপ লাগলো। সত্যি একটা ক্রিটিকাল সময় আমরা পার করে এলাম। এটা কিন্তু ঠিক সবাই ছুটি হলেও হাউস ওয়াইফদের ছুটি নেই সে মা হোক কিংবা বউ তাদের প্রতিদিন সকাল থেকে রাত অবধি খেটে যেতেই হয় এই সংসারের জন্য ।আপনি আপনার সংসার সামলে আমর ছোটো মেয়ের লেখা পড়া সামলে আমদের জন্য এত সুন্দর সুন্দর গল্প লেখেন তারজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত কাজের পরেও আমাদের জন্য এমন সুন্দর প্লট বার করে গল্প লেখেন তার জন্য আমরা খুব আপ্লুত। আপনার সব গল্পেই ভাল কিন্তু গাঁটছড়া আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়ছে ।আর অভয়া গল্পটা ছোট হলেও খুব হৃদয়স্পর্শী। প্রতিলিপি এরকম একটা প্ল্যাটফর্ম যে বেকার ছেলে মেয়েদের মুখে একটু আশার আলো যুগিয়েছে। অনেক ছেলেমেয়ে আছে, যারা স্টুডেন্ট কিন্তু তারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে অনেক সময় তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। প্রতিলিপি তাদেরকে তাদের স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়েছে। প্রতিলিপি থেকে যেটা উপর্জন হয় সেটা তারা নিজের প্রয়োজনে এবং পরিবারের প্রয়োজনে খরচ করতে পেরেছে ।নিজের প্রথম উপার্জনের অর্থ হাতে আসলে কতটা খুশি হয় সেটা সবই জানে। শেষে এটা কথা আপনি এইভাবে এগিয়ে যান এখন আর আগামীতে আমদের জন্য আরও আরও ভালো ভালো গল্প লিখুন ।আপনার প্রতিহিংসা গল্পটা অসম্পূর্ণ রয়ে গেছে ওটা কবে শেষ করবেন???
  • author
    Samir Sarkar "ভোলা মন"
    26 অগাস্ট 2023
    কমাস আগেই যখন বাবা অসুস্থ হলো.. রোগটার নাম শুনেই চমকে গেছিলাম। আস্তে আস্তে বুঝতে পারছিলাম বাবা মায়েরা ঠিক কতটা করেছে আমাদের বড়ো করার জন্য💗তারপর যখন কয়েক মাস বাইরে তখনই দিদুন মারা গেলেন... খুব কষ্ট হলো তাকে দেখতে পাইনি। তোমার ঐ বাবার শেষ সময় দেখতে না পারাটা তাই খুব উপলদ্ধি করলাম🙏🥺 প্রত্যেক মানুষ একদিন না একদিক জিতে যায় বলো🥰
  • author
    SOMA GHOSH
    26 অগাস্ট 2023
    তোমাকেও অসংখ্য শুভেচ্ছা লিপিকা৷ এভাবেই এগিয়ে চলো আরো উন্নতির পথে ৷ তোমার লেখনীর হাত খুব সুন্দর৷ আমরা অনেকটাই কাছাকাছি থাকি বলতে গেলে ৷ তবু এখনো আমাদের দেখা হয়নি ৷ কিন্তু ভবিষ্যতে অবশ্যই দেখা হবে আমাদের৷