**"ওঁ নমঃ পার্বতী পাতায়ে হর হর মহাদেব 🕉️"**
প্রথমেই বলে রাখি Fictional story লেখা আমার প্যাশন। এক কথায় ফ্যান্টাসি সাসপেন্স থ্রিলারের প্রতি অবজেসড । বাস্তবের কঠিন ঘেরাটোপ থেকে বেরিয়ে ক্ষনিকের স্বস্তি ।
অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, বয়স চব্বিশের দোরগোড়ায়। ভাবতে ভালোবাসি, কল্পনায় ডুবতে ভালো লাগে, ভাবনা কে বাস্তবে রূপান্তরিত করতে ভালবাসি। ছোট থেকেই গল্প আর গল্পের মধ্যের রহস্য খুব টানতো আমাকে। হাজারও গল্প পড়েছি এ পর্যন্ত, , কখন যে গল্প লেখাটা হবি হয়ে গেলো বুঝতে পারিনি। পাঠক বন্ধুরা এভাবেই পাশে থাকলে হয়তো আমি সত্যিই একদিন নিজের লেখা সবার কাছে পৌঁছে দিতে সক্ষম হবো। নাহ লেখিকা হয়ে উঠতে পারিনি এখনো, "লেখিকা" শব্দটার যোগ্য মনে করি না নিজেকে, শিক্ষা বিজ্ঞান এর ছাত্রী আমি, সাহিত্যের কিই বা বুঝি ? সখেই কলমটা ধরেছিলাম আবার ছেড়েও দেবো, 🧿🧿 কল্পনার কলম চালানো প্রথম শুরু করি এগারো বছর বয়সে । প্রতিলিপি তে লিখছি ২০১৯ সাল থেকে , দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে। লেখিকা হয়ে পপুলারিটি পাওয়ার ইচ্ছে নিয়ে লিখি না, নিজের ভালো লাগে তাই লিখি।।তবে কতো দিন লিখবো জানি না, হঠাৎ করেই এসেছিলাম আবার হঠাৎ করেই বিদায় নেবো। শুধু একটাই চাওয়া , আমার তৈরি করা কিছু চরিত্র বা কিছু গল্প যদি পাঠক দের মনে স্থান করে নিতে পারে চিরদিনের মতো তাহলে আমার কলম ধরা সার্থক মনে করবো। 🧿🧿🪬🪬
Facebook:- Chandana baroi
Instagram:- iamchb1
Ongoing series - billionaire Boyfriend s2, deal of love s2
Most popular - A Devil's Love s1, s2, billionaire Boyfriend s1, deal of love s1, ভালোবাসা ফিরে আসে ।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়